Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের কার্যাবলী

ইউনিয়ন পরিষদের কার্যবলী

১. আইন-শৃংখলা রক্ষা করা এবং এ বিষয়ে প্রশাসনকে সহায়তা করা।

আইন,

শৃংখলা রক্ষা

২. অপরাধ, বিশৃংখলা এবং চোরাচালান দমনে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করা

অপরাধ দমন

৩. জনগণের অর্থনৈতিক ও সামাজিক উন্নতিকল্পে কৃষি,বন, বৃক্ষরোপন, মৎস ও পশু সম্পদ,শিক্ষা,স্বাস্থ্য, কুটির শিল্প,যোগাযোগ, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ ইত্যাদি ক্ষেত্রে উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা

অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন

৪. পরিবার পরিকল্পনা কাযর্ক্রমের প্রসার ঘটানো

পরিবার পরিকল্পনা

৫. স্থানীয় সম্পদের উন্নয়ন ঘটানো এবং তার ব্যবহার নিশ্চিত করা।

স্থানীয় সম্পদের উন্নয়ন

৬. জনগণের সম্পত্তি যথা: রাস্তা, কালভার্ট, বাধ, খাল, বিদুৎলাইন, সরকারী সম্পতি ইত্যাদি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষন করা:

সম্পত্তি রক্ষণাবেক্ষন

৭. ইউনিয়ন পযার্য়ে সকল সংস্থার উন্নয়ন কার্যাবলী পযালোচনা করা এবং উপজেলা নিবার্হী কর্মকর্তার নিকট এ বিষয়ে সুপারিশ পেশ করা:

উন্নয়ন কার্যাবলী

৮. স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপন ও ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করা এবং এ বিষয়ে প্রচারণা চালানো:

স্বাস্থ্যসম্মত বিষয়

৯. জন্ম, মৃত্যু, বিবাহ, অদ্ধ, ভিক্ষুক ও দুঃস্থদের নিবন্ধন করা:

নিবন্ধন সংক্রান্ত

১০. সব ধরণের শুমারী পরিচালনা করা।

শুমারী

ইহা ছাড়াও ইউনিয়ন পরিষদ আরো ৩৮টি ঐচ্ছিক কাজ বা সেবা প্রদান করতে পারবে।

জাতীয় সরকারের নিবার্হী আদেশের প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদ নিম্নোক্ত সেবা বা কাজ গুলো করবে:

১. বিভিন্ন প্রকার সনদপত্র প্রদান।

২. ত্রাণ সামগ্রী বিতরণ।

৩. ব্যাংক ঋণ প্রদাণের ক্ষেত্রে সনাক্তকরণ।

৪. চিকিৎসার জন্য স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার বিষয়ে রোগীদের

  পরামর্শ প্রদান।

৫. নারী/শিশু নিযার্তন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ।

৬.পল্লীপূর্ত কর্মসূচী এবং গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণা বেক্ষন কর্মসূচী বাস্তবায়ন।

৭. ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের মাধ্যমে তথ্য সেবা প্রদান।

৮. বিবিধ।